জাতীয় সঙ্গীত
বৃহস্পতিবার | ১৬-০১-২০২৫ |
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়

ডাকঘরঃ জোয়ারা(চন্দনাইশ), উপজেলাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম।

স্থাপিতঃ ১৯৭৯ খ্রিঃ
EIIN: 104742 | MPO Code: 0219011305
School Code: 3967
ডাউনলোড অ্যাপ লগইন অ্যালামনাই
সর্বশেষ নোটিশ
15
Aug
১৫ আগস্ট এর সাধারণ ছুটি বাতিল
বিস্তারিত

17
Jul
বিশেষ বিজ্ঞপ্তি
বিস্তারিত

12
Jul
নোটিশ ২০২৪ শিক্ষাবর্ষের ১৩/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে [স্মারক নং-৮৪৩]
বিস্তারিত

আমাদের কথা

♣♣ জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয় ♣♣

 “সন্তান আপনাদের, তাকে সুশিক্ষিত নাগরিকরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে আপনাদের প্রাণপ্রিয় আদরের কোমলমতি সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন। আপনার সন্তান এক দিন সৎ, যোগ্য, আদর্শবান সুসন্তান হিসাবে বড় হবে, হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিষ্টার কিংবা শিক্ষক। সর্বোপরি সে একজন পরিপূর্ণ মানুষ ও যোগ্য নাগরিক রুপে নিজেকে গড়ে তুলবে। এ প্রত্যাশা আমার, আপনার, সবার। আজ যারা শিশু আগামী দিনে তারাই হবে সারা বিশ্বের চালিকা শক্তি। তাই শিশুদের দিকেই তাকিয়ে আছে আজকের বর্তমান বিশ্ব। কারণ “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত”। কিন্তু শিশু কিশোরদের সাজঘর আজ নানা সমস্যায় আক্রান্ত। উপযুক্ত শিক্ষালয় পাওয়া আজ বড়ই দুষ্কর। তদুপরি পুঁজিবাদের এ যুগে পণ্যের মত শিক্ষা ব্যবস্থাতে চলছে চরম বাণিজ্যিকীকরণ। আর এ করণেই আপনিও হয়তো চিন্তিত ও উদ্বিগ্ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনার সন্তানকে অথবা যেখানে সন্তানকে ভর্তি করিয়েছেন সেখানে সে আদৌ উপযুক্ত শিক্ষা পাচ্ছে কিনা? এরকম প্রেক্ষাপটে আপনি হয়তো দ্বিধান্বিত হচ্ছেন প্রকৃত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাছায় করতে। এই ভাঙ্গা গড়ার স্বপ্নিল খেলায় আপনি যখন উদ্বিগ্ন ঠিক তখনই  ”জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়” আপনার কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এবং আপনাকে সহায়তা করতে এগিয়ে এসেছে। এখানে আপনার সন্তানকে অকৃত্রিম ভালবাসা, স্নেহপূর্ণ আন্তরিকতা এবং দক্ষতার সাথে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত সফল মানুষরুপে গড়ে তোলোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।

 

সংক্ষিপ্ত ইতিহাস

♣♣স্কুল প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস♣♣

চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া উপজেলায় ১৯(ক) শোভনদন্ডী ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড জোয়ারা খানখানাবাদ গ্রাম একটি অনুন্নত নিম্নাঞ্চল হওয়ায় এখানের শিক্ষার তেমন প্রসার ঘটেনি। অবহেলিত জনপদের মানুষকে শিক্ষিত করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কেননা, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষিত জাতি একটি দেশের বড় সম্পদ। কিন্তু দীর্ঘদিন  এই এলাকার জনসংখ্যার একটি বৃহত্তম অংশ  তার সুপ্ত ক্ষমতার পরিপূর্ণভাবে বিকশিত করার এবং জাতীয় উন্নয়নে অধিক কার্যকর অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে সময়ের বিবর্তনে সমাজ জীবনে এসেছে বিরাট পরিবর্তন। তৎসময়ে সমাজ সচেতন ব্যক্তির  উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে ১৯৭৯ সালে বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, শিক্ষানুরাগী, প্রধান উদ্যোক্তা ও দাতা প্রয়াত লায়ন মনোরঞ্জন বড়ুয়া মহোদয় তাঁর নিজ গ্রামের নাম "জোয়ারা খানখানাবাদ" ও তাঁর স্বর্গীয় পিতা “নূতন চন্দ্র” নামে "জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়" টি প্রতিষ্ঠা করে আমাদেরকে করেছেন চির ঋণী।

 

লক্ষ্য ও উদ্দেশ্য

♣♣প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য♣♣

ক) নিরলস জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

খ) শিক্ষার্থীদের চিন্তায়, চেতনায় এবং কর্মে সৃজনশীলতা, জনকল্যাণ ও মানব সেবাবোধ জাগ্রত করে তোলা।

গ) শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, নৈতিক, মানবিক, সামাজিক, আচরণিক ও ধর্মীয় মূল্যেবোধ জাগ্রত করা এবং তাদের মননে-কর্মে ব্যবহারিক জীবনে এসব মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলি উম্মেষ ঘটানো ।

ঘ) শিক্ষার্থীদের জাতীয় জীবনে সকল স্তরে নেতৃত্বদান ও কর্ম সম্পাদন যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং সর্বোপরি নৈতিক, ধর্মীয় মূল্যবোধ ও উন্নত চরিত্রের জনসেবার মনোভাব সম্পন্ন একজন আদর্শ মানুষ তৈরি করা।

ঙ) প্রত্যেক শিক্ষার্থীকে পরবর্তী উচ্চ শিক্ষার স্তরের জন্য সত্যিকারভাবে উপযুক্ত করে গড়ে তোলা ।

এসব লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটিকে দেশ ও সমাজের কাছে একটি অনুকরণীয় মডেল হিসাবে উপস্থাপন করা ।

সভাপতির বাণী
জনাব মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা নির্বাহী অফিসার

সভাপতি

প্রধান শিক্ষকের বাণী
চপল কান্তি সেন

প্রধান শিক্ষক

Institute Location Google Map
6XFV+M39 8.4 km

সংবাদ ও ঘটনাবলী

সভাপতির বাণী
জনাব মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা নির্বাহী অফিসার

সভাপতি

প্রধান শিক্ষকের বাণী
চপল কান্তি সেন

প্রধান শিক্ষক

Institute Location Google Map
6XFV+M39 8.4 km